ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শততম টেস্টে ভারতকে শাসন করলেন রুট
Published : Saturday, 6 February, 2021 at 12:00 AM
ভারতের বিপে সিরিজের প্রথম টেস্টে দিয়েই এই আঙিনার শততম ম্যাচ খেলতে নেমেছিলেন জো রুট। চেন্নাইয়ে মাইলফলকের এই ম্যাচটা স্মরণীয় করে রাখলেন দাপুটে এক সেঞ্চুরিতে। ইংলিশ অধিনায়কের অপরাজিত ১২৮ রানে ভর করে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। দিন শেষে প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ২৬৩ রান।
দিনের শেষ বলে রুটের সঙ্গী ডম সিবলি ৮৭ রানে না ফিরলে ইংল্যান্ডের হাসিটা আরও চওড়া হতে পারতো। তার পরেও লাঞ্চের আগে ৬৩ রানে দুই উইকেট পড়ার পর ভারতীয়দের শাসন করেছেন এই দুই ইংলিশ ব্যাটসম্যান। সিবলি ও রুট মিলে পুরোটা দিন ব্যাটিং করে গড়েন ২০০ রানের জুটি। ৮৭ রানে সিবলিকে ইনসুইং ইয়র্কারে এলবিডাব্লিউ করেছেন বুমরাহ।
অবশ্য টস জিতে শুরুটা ভালো করলেও দলীয় ৬৩ রানেই দুই উইকেট হারিয়ে বসেছিল সফরকারী দল। ওপেনার রোরি বার্নসকে ৩৩ রানে ফিরিয়ে ওপেনিং জুটি ভেঙেছিলেন অশ্বিন। নতুন নামা ড্যান লরেন্সকেও থিতু হতে দেননি বুমরাহ। লেগ বিফোরে সাজঘরে ফেরেন শূন্য রানে!
তাদের বিদায়ের পরই ইংল্যান্ড ঘুরে দাঁড়ায় জো রুট ও সিবলির ব্যাটে। গত মাসে শ্রীলঙ্কার বিপে ২২৮ ও ১৮৬ রানের দুটি অসাধারণ ইনিংস ছিল রুটের। যার ধারাবাহিকতা টেনে আনলেন ভারতেও। নবম ক্রিকেটার হিসেবে নিজের শততম ম্যাচকে রাঙিয়েছেন সেঞ্চুরিতে। ১৯৭ বল খেলে ক্রিজে আছেন ১২৮ রানে। সেই তুলনায় সিবলি খেলেছেন ২৮৬ বল! বোঝাই যাচ্ছে পুরোপুরি টেস্ট মেজাজে খেলেছেন তিনি।