ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘জনগণের সম্পৃক্ততা ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলব’
Published : Saturday, 6 February, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। এরই অংশ হিসেবে শুক্রবার রাত সাড়ে ৮টায় আসন্ন মোহনপুর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শাহাদাৎ হোসেন মিঠুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা করেছে মোহনপুর দক্ষিণপাড়া এলাকাবাসী। ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহাদাৎ হোসেন মিঠু। প্রবীণ আওয়ামীলীগ নেতা মো. তমিজ উদ্দিনের সভাপতিত্বে সভায় তিনি বলেন,  জনগণের ভোটে নির্বাচিত হবো, আর এই জনগণই হবে আমার শক্তির উৎস। জনগণের সম্পৃক্ততা  ও জবাবদিহিমূলক মোহনপুর ইউনিয়ন পরিষদ গড়ে তোলা হবে। তিনি বলেন, আমি ঘরে ঘরে ডাক্তার দিতে পারব না তবে এ ইউনিয়নে যেন সার্বক্ষনিক একজন ডাক্তার থাকে তার ব্যবস্থা করব। আমার মা বোনেরা যেন গর্ভাবস্থায় দূরে কোথাও সেবার জন্য না যেতে না হয়। মিনি ফায়ার স্টেশন করার আশ^াস দিয়ে তিনি আরও বলেন, এলাকায় অগ্নিকা-ের ঘটনা ঘটলে পাশ^বর্তী চান্দিনা বা মুরাদনগর থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে অনেক ক্ষতি হয়ে যায়, আমি কথা দিচ্ছি সরকরি ভাবে না হলে নিজের উদ্যোগে একটি মিনি ফায়ার স্টেশন সার্ভিস চালু করব, যাতে অগ্নিকা-ের মত ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস বৃদ্ধি লক্ষ্যে একটি উন্নত মানের জীমনসিয়াম করা হবে। এ এলাকার কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের জন্য  আধুনিক সকল কৃষি সরঞ্জাম সরবরাহ করা হবে, কৃষকরা যেন কোন রকম মধ্যস্থভোগী ছাড়াই কৃষিপণ্যের সঠিক মূল্য পায় সে ব্যবস্থা নেওয়া হবে। ঝড়ে পড়া শিক্ষার্থী কমিয়ে এ ইউনিয়নের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের শতভাগ শিক্ষায় উদ্বুদ্ধ করা হবে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিনামূল্যে করা হবে, গ্রামীণ অর্থনীতির চাকা ঘুরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত আধুনিক শহরের সকল সুযোগ সুবিধায় গ্রামকে শহরে রুপান্তর করাই হবে আমার নির্বাচনী ইশতেহার।  ওয়ার্ড ভিত্তিক ‘উন্নয়ন কমিটি’র মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা, সুপারিশ, বিচারশালিসে আমূল পরিবর্তনই হবে আমার মূল লক্ষ্য। মতবিনিময় সভায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুজিবুর রহমানের পরিচালনায় মোহনপুর দক্ষিণ পাড়ার হাজার হাজার নারী-পুরষ অংশ নেন। সভায় বক্তারা বলেন, অনেক ষড়যন্ত্র করেছেন এবার থামুন। কার  কেমন জনপ্রিয়তা মাঠে আসুন প্রতিযোগীতা করুন, ঘরে  বসে ষড়যন্ত্র করা বন্ধ করুন। আপনার কোন ষড়যন্ত্রই আলোর মুখ দেখেনি। এই মতবিনিময় সভাটি দেখে যান, এটি এখন জনসভায় রুপ নিয়েছে।   শাহাদাৎ হোসেন মিঠু একজন যোগ্য, সৎ, সমাজহিতৈষী, জনবান্ধন, করোনা যোদ্ধা সর্বোপরি তরুণ  শিক্ষানুরাগী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, আমরা দলমত নির্বিশেষে মিঠুকে চেয়ারম্যান হিসেবে চাই। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আবদুল কুদ্দুস সরকার, এপি গ্রুপের মার্কেটিং ম্যানেজার আবদুল হালিম, আওয়ামী নেতা মো. আবদুর রশিদ মুন্সী, ইউনিয়ন আওয়ামীলীগের সমাজকল্যাণ সম্পাদক আবদুল আলী, সদস্য আবদুল মালেক, ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. মাসুদ, সাইফুল, মিজান প্রমুখ।