ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের বীমা দাবির চেক বিতরণ
Published : Saturday, 6 February, 2021 at 12:00 AM
এ,বি,এম আতিকুর রহমান বাশার ঃ
দেবীদ্বার মডেল এরিয়ায় ২ কোটি টাকার বীমা দাবী পরিশোধ ও উন্নয়ন সভা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।
শুক্রবার সকাল ১১টায় দেবীদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে ওই অনুষ্ঠান করা হয়।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং এ্যারিয়া ম্যানেজার মো. মফিজুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ মুহাম্মদ হিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালক (উপ-সচিব) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মো. ধাহ্ আলম।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড দেবীদ্বার শাখার জোনাল চীফ ম্যানেজার মো. কাউছার আলম বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্রায় ৩শত গ্রাহকের প্রাপ্ত বীমা দাবি চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। ৩শত  গ্রাহকের মধ্যে বিতরণকৃত বীমা দাবীর মধ্যে সর্বোচ্চ ৪ লক্ষ ৮৮ হাজার এবং সর্ব নি¤œ ৪২ হাজার টাকার বীমা দাবির চেক বিতরণ করা হয়েছে।
তিনি আরো জানান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের কর্মকর্তারা উন্নয়ন সভায় বীমা গ্রাহকদের বীমার প্রয়োজনীয়তা, সফলতা সহ নানা বিষয়ে আলোকপাত করেন।