ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোহরগঞ্জে যুব সমাজের উদ্যোগে রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন
Published : Saturday, 6 February, 2021 at 12:00 AM
মো. হুমায়ুন কবির মানিক ঃ
কুমিল্লার মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন “বিনয় ঘর উত্তর পাড়া যুব সমাজ” এর উদ্যোগে রাস্তা পাকাকরণের দাবিতে গতকাল শুক্রবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিনয়ঘর উত্তরপাড়া থেকে মানিকমুড়া সড়ক পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণে এ মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে ছিলেন স্থানীয় সমাজসেবক ও সংগঠনের প্রধান উপদেষ্টা প্রবাসী আনোয়ার হোসেন, সংগঠনের উপদেষ্টা শেখ মো. বাবুল, মো. খোরশেদ আলম, সংগঠনের সভাপতি মো. সালাউদ্দিন, সহসভাপতি মো. আলাউদ্দিন, সেক্রেটারী মো. বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, সিনিয়র সদস্য সুজন, পারভেজ, বেলাল, মীর হোসেন, কাশেম, মো. হারুন প্রমুখ। মানবন্ধন থেকে বক্তারা বলেন, “গ্রাম হবে শহর” জননেত্রী শেখ হাসিনার এ ঘোষণাকে বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম (এমপি)। এরই ধারাবাহিকতায় তিনি তাঁর নির্বাচনী এলাকা লাকসাম-মনোহরগঞ্জে প্রতিটি খাতে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। লাকসাম-মনোহরগঞ্জে এমন কোন রাস্তা নাই যাতে উন্নয়নের ছোঁড়া লাগেনি। তারা আরো বলেন, বিনয়ঘর উত্তরপাড়া থেকে মানিকমুড়া সড়ক পর্যন্ত আঞ্চলিক এ রাস্তাটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং স্থানীয় এলাকাবাসীর যাতায়াতের প্রধান রাস্তা। বর্ষাককালে এ রাস্তাটি দিয়ে যাতায়াত করা কষ্টকর। এ সময় বিনয় ঘর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এর নতুন বিল্ডিং ভবন নির্মাণে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম (এমপি)’র অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে জনস্বার্থে উক্ত রাস্তাটি পাকাকরণে মাননীয় মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন স্থানীয় এলাকাবাসী।