চট্টগ্রামের পৃথক দুটি রুটে দুই জোড়া (ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ডেমু ট্রেন উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-দোহাজারী ও চট্টগ্রাম-পটিয়া রুটে নতুন এই দুই জোড়া ডেমু ট্রেন দোহাজারী ও পটিয়া স্টেশন থেকে উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, সামনে আরও ট্রেন সম্প্রসারিত করা হবে। প্রথম পদক্ষেপ হিসেবে এখানে ডেমু ট্রেন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১০টি মেগা প্রকল্পের মধ্যে রয়েছে দুটি রেলওয়ের। সে জন্য রেললাইন সংস্কার ও রেলের উন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
একটি পদ্মাসেতুর সঙ্গে রেল যোগাযোগ, আরেকটি মিয়ানমার, চীন ও ভারতের সঙ্গে রেল সংযোগ। রেলের মধ্যে চলমান প্রকল্পে অনেকেরই হচ্ছে নানাবিধ কর্মসংস্থানও। তিনি বলেন, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের কাজ শেষ করে ট্রেন চলাচলের উপযোগী করা হবে।
পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি, মোসলেম উদ্দিন আহমেদ এমপি, নজরুল ইসলাম এমপি, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী, দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক (পিডি) মো. মফিজুর রহমান।
পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন, প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) ফকির মো. মহিউদ্দিন, প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিএম) নাজমুল ইসলাম, সিওপিএস সালাউদ্দিন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান জহির উদ্দিন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট শফিক মৃধা, চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা (ডিসিও) মো. আনছার আলী, রেলপথ মন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদ প্রধানসহ দায়িত্বশীল কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।