Published : Sunday, 7 February, 2021 at 12:00 AM, Update: 07.02.2021 1:54:14 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মো. আমিনুল ইসলাম টুটুল বলেছেন, বিশে^র সর্বত্র শিক্ষকের মর্যাদা সুপ্রতিষ্ঠিত। মর্যাদা রক্ষা করা কিংবা মর্যাদা বজায় রাখা ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল। জাতি গঠনে শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ন। আমাদের সমাজে শিক্ষার্থীরা অনেক সময় পিতা-মাতার কথা শুনতে চায় না কিন্তু শিক্ষকের কথা গুরুত্ব দিয়ে শুনেন। মা-বাবার পরে একমাত্র শিক্ষকরাই কামনা করেন তাঁদের ছাত্ররা যেন তাদের ছাড়িয়ে যায়। ছাত্রদের প্রতিষ্ঠিত দেখে শিক্ষকরা আক্ষেপ করেন না বরং গর্ববোধ করেন। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষকের মর্যাদা ও পেশাগত সুবিধা বৃদ্ধিতে সরকার নানামুখি পদক্ষেপ নিয়েছেন। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা টিকে থাকলে দেশের বেসরকারি শিক্ষকরা বঞ্চিত থাকবেন না। সকল পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে ইনাশাল্লাহ।
গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখা আয়োজিত সংগঠনের ১০০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এড. টুটুল এসব কথা বলেন।
কুমিল্লা মহানগরীর ফরিদা বিদ্যায়নে বিটিএ এর শতবর্ষ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির আদর্শ সদর উপজেলার সভাপতি অধ্যক্ষ মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিটিএর কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি মো: আফছার উদ্দিন, বিটিএর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: তফাজ্জল হোসেন, বিটিএর কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহিরুল আলম, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো: এনামুল হক এনাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিটিএর আদর্শ সদর উপজেলার সাধারণ সম্পাদক ও ফরিদা বিদ্যায়নের প্রধান শিক্ষক হানিফ মজুমদার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-বিএ মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের রতœাবতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী, বিবির বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন, ধনুয়াইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত পাল, রাজাপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম, শাকতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নূরুল আমিন, চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম প্রমুখ।