চৌদ্দগ্রামে অর্থাভাবে উন্নত চিকিৎসা নিতে পারছে না অসুস্থ প্রবাসী নুর নবী
Published : Monday, 8 February, 2021 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ।।
কুমিল্লার চৌদ্দগ্রামে হার্ট, ফুসফুস ও কিডনীতে রোগে আক্রান্ত অসুস্থ বাহরাইন প্রবাসী নূর নবী (৩৮) ওরফে মনা অর্থাভাবে উন্নত চিকিৎসা করতে পারছেন না। তাঁর চিকিৎসায় প্রচুর অর্থের প্রয়োজন। এজন্য সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও সামাজিক সংগঠনসহ সরকারের নিকট সহযোগিতা চেয়েছেন নূর নবী ও তাঁর পরিবার। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের দূর্গাপুর পূর্বপাড়ার ছালেহ আহম্মদ মোল্লার পুত্র। নূর নবী দুই ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক। অপরদিকে তাঁর স্ত্রী মোমেনা বেগমও মেরুদ-ে নানা সমস্যায় ভুগছেন।
জানা গেছে, নূর নবী গত বছরের ৬ অক্টোবর বাইরাইন থেকে অসুস্থ অবস্থায় দেশে ফিরে আসেন। জানুয়ারি মাসে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নূর নবীকে পরিবারের সদস্যরা কুমিল্লায় ডাঃ মিজানুর রহমানকে দেখান। ডাক্তারের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন তিনি হার্ট, ফুসফুস ও কিডনীর নানাবিধ রোগে আক্রান্ত হয়েছেন। শিগগিরই তাঁকে উন্নত চিকিৎসা করাতে হবে। এজন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু নূর নবীর সেই সামর্থ নেই। পর্যাপ্ত থাকার জায়গাও নেই। বড় ছেলে নুরুজ্জামান স্থানীয় আমজাদের বাজারে টং চা দোকান দিয়ে কোন রকমভাবে সংসার চালাচ্ছে। অর্থাভাবে উন্নত চিকিৎসা নিতে পারছে না নূর নবী। আপনার একটু সহযোগিতায় বাঁচতে পারে নূর নবী। তাঁকে সাহায্য পাঠাতে পারেন-০১৮২২১৯৫২১৮(বিকাশ-পারসোনাল) নাম্বারে। অথবা হিসাব নাম-মোমেনা (তাঁর স্ত্রী), হিসাব নং-২১৮৫২১৫০১১৫৭০, প্রাইম ব্যাংক লিমিটেড, চৌদ্দগ্রাম শাখা।