ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ভ্যাকসিনের দিন শুরু আজ
Published : Sunday, 7 February, 2021 at 12:00 AM, Update: 07.02.2021 1:56:41 AM
কুমিল্লায় ভ্যাকসিনের দিন শুরু আজ
মাসুদ আলম।।
মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন (টিকা) কুমিল্লা জেলায় একযোগে আজ রবিবার থেকে প্রয়োগ শুরু করতে যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফ্রন্টলাইনারদের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন উপস্থিত এমন একজন ব্যক্তিকে দিয়ে টিকা শুরু করা হবে। তবে কে আগে টিকা নেবেন এই ধরনের কোনো ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়নি বলে জানান কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান। তিনি বলেন, ঢাকায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন প্রদানের কাজ উদ্বোধন করেছেন। দ্বিতীয়বার উদ্বোধনের কোনো প্রয়োজন নেই। তবে আনুষ্ঠানিকতা রয়েছে। বরিবার ১০টায় কুমিল্লা জেলা প্রশাসকের উপস্থিততে ভ্যাকসিন প্রদানের কাজ শুরু করা হবে। তবে আমরা কোনো ব্যক্তিকে নির্দিষ্ট বা নাম চূড়ান্ত করেনি ওই ব্যক্তিকে দিয়ে টিকা প্রদান শুরু করবো।
তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের এই টিকা বেশি সময় খুলে রাখা যায় না। তাই নির্ধারিত সময়ের মধ্যে কাউকে ভ্যাকসিন প্রদান করা হবে। এদিকে রবিবার সকাল ১০টার আগেই কুমিল্লা জেলার ১৭ উপজেলায় চাহিদার ৫০% ভ্যাকসিন পৌঁছে দেয়া হবে। পৌঁছানোর পর কুমিল্লা জেলায় একযোগে এই টিকা প্রদানের কাজ আরম্ভ করবো।’       
তিনি বলেন, ‘কুমিল্লায় প্রথম পর্যায়ে করোনার সম্মুখযোদ্ধারা ভ্যাকসিন পাবেন। এর মধ্যে সারা বংলাদেশে যে ৭৮ হাজার সম্মুখ যোদ্ধার রেজিস্ট্রেশন হয়েছে (যেসব নিবন্ধন স্বাস্থ্য বিভাগে প্রধান তথ্যভা-ারে জমা হয়েছে), তার মধ্যে ২৩ হাজারই কুমিল্লার। কুমিল্লায় প্রথম পর্যায়ে যে ভ্যাকসিনের চাহিদা রয়েছে, তা আমরা ৭ ফেব্রুয়ারি থেকে দেয়া শুরু করে ১০ তারিখের মধ্যে শেষ করবো।
উল্লেখ্য, কুমিল্লা জেলার জন্য প্রাথমিকভাবে ১ লাখ ৩৪ হাজার মানুষের ভ্যাকসিনের চাহিদা দেয় জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ২ লাখ ৮৮ হাজার ডোজ ভ্যাকসিন পায় কুমিল্লা, যা ১ লাখ ৪৪ হাজার মানুষকে দেয়া সম্ভব। এসব ভ্যাকসিন কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের স্টোরেজে ২৪ ঘন্টা পুলিশি পাহারায় সংরক্ষিত আছে।