ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন
Published : Monday, 8 February, 2021 at 12:00 AM
ইলিয়াছ আহমদ, বরুড়া  ।।
গতকাল রবিবার বেলা ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে বৈশ্বিক মহামারী কোভিড’১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এন.এম মইনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিশাত সুলতানা, বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার ভ্যাকসিন প্রদান পূর্বক আলোচনা সভা ও মতবিনিময় করেন।
শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুল ইসলাম বরুড়া উপজেলায় প্রথম টিকা নেন। পর্যায়ক্রমে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন, বরুড়া প্রেসকাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদসহ মোট ৫৭ জনের মাঝে টিকা প্রদান করা হয়। ৫৫ বছরের বেশি হলে নিবন্ধন করে এবং করোনার সম্মুখ যোদ্ধারা এ টিকা দিতে পারবেন।