বুড়িচংয়ের ঘিলাতলা আশ্রায়ণ প্রকল্পে কম্বল বিতরণ
Published : Monday, 8 February, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ১ নং রাজাপুর ইউনিয়নের অন্তর্গত ভারত সীমান্ত ঘেষা ঘিলাতলা আশ্রায়ন প্রকল্পে গতকাল ৬ ফেব্রুয়ারি গরিব অসহায় শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক আইনমন্ত্রী এড. আবদুল মতিন খসরু এমপি। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আবুল হাশেম খান, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদূল মোর্শেদ মুরাদ, রাজাপুর ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা এড. জাহিদুল আলম জাহিদ, এড. আবুল হোসেন, মো. জাহাঙ্গীর আলম, আবু ছায়েম মজুমদার সোহেল, উপজেলা যুবলীগ প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. বাছির খান, মো. রফিকুল ইসলাম, মো. শাহীন মেম্বারসহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার অসহায় জনগোষ্ঠির জন্য বসতবাড়ি নির্মাণ করে দিচ্ছে। বিশেষ করে যারা যারা আশ্রায়ণ প্রকল্পে আছেন তাদেরকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সরকার অন্যান্য অসহায় শ্রেণি পেশার লোকদের গৃহ নির্মাণে যথাযথা ভূমিকা রাখবে। পরে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার বাকশীমুল ইউনিয়নের নির্মাধীন আশ্রায়ণ প্রকল্পের বিভিন্ন দিক পরিদর্শন করেন।