ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মতবিনিময় সভা
Published : Monday, 8 February, 2021 at 12:00 AM, Update: 08.02.2021 1:36:08 AM
কুমিল্লায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মতবিনিময় সভাবাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার মতবিনিময় সভা গতকাল ৬ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১১ টায় নগরীর একটি মিলনায়তনে আলহাজ্ব অধ্যক্ষ  অলি আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব জননেতা আল্লামা এম এ মতিন। উদ্বোধনী বক্তব্য রাখেন, ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আলহাজ্ব গাজী এম এ ওয়াহিদ সাবুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য   আন্তর্জাতিক সুন্নি বক্তা আলহাজ্ব মাওলানা আবু ছুফিয়ান আলকাদরী,প্রধান বক্তা ছিলেন, ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা স উ ম আবদুস সামাদ।    বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব, সৈয়দ মুজাফফর আহমদ, এডভোকেট ইসলাম উদ্দিন দুলাল। জেলা সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মাছুম বিল্লাহ মিয়াজীর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা মুফতি মোঃ বেলাল হোছাইন চিশতী,  মুফতি মাওলানা অধ্যক্ষ কাজী মোঃ আবুল বাশার, মাওলানা মোঃ আবদুল মান্নান,  আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মোস্তাক আহমেদ, মুহাদ্দেস আল্লামা গোলাম মোস্তফা, আহলে সুন্নাত ওয়াল জমা'আত, কুমিল্লার সাধারণ সম্পাদক খাদেম মোঃ ফিরোজ, আলহাজ্ব মাওলানা মোঃ রবিউল হোসেন হেলালী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মহাসচিব এম এ মতিন বলেন, আধুনিক বিশ্বের সকল সংকট উত্তরণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ অনুসরণই একমাত্র উপায়। সকল সংকট মোকাবেলা করে বাংলার সবুজ ভূখ-ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কোরআন- সুন্নাহ ভিত্তিক একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্টা করতে চায়। সুতরাং দেশবাসীকে বিশেষ করে তরিকতপন্থী-সুন্নী মুসলমানদের কে তিনি এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
তিনি বলেন, ইনসাফ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে না। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের মাধ্যমে একটি সুখী- সমৃদ্ধ দেশ গড়া সম্ভব, তাই সুন্দর ও সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্টার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান । জেলা সহসাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃআমিনুল ইসলাম আকবরী, অর্থ সম্পাদক মোঃ তাবারুক হোছাইন, প্রকাশনা সম্পাদক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সহযোগিতায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, মাওলানা মোঃ হাসান্নাতুল্লাহ ফারুকী, মাওলানা মোঃ জসিম উদ্দিন ওয়াহেদী, মাওলানা আবুল খায়ের গোলজারী, মাওলানা মোঃ আহসান হাবীব, মোঃ জসিম উদ্দিন মাষ্টার, হাফেজ কারী শেখ শাহজাহান সরওয়ার, মাওলানা মোঃ তাজুল ইসলাম ভূইয়া, মাওলানা কাজী মোঃ নজরুল ইসলাম, কাজী মোঃ আবু ছালেহ, আহলে সুন্নাত, নগর নেতা মোঃ এনামুল কবির, মাওলানা মোঃ রফিকুল ইসলাম রেজভী, মাওলানা মোঃ জাকির হোসেন, ডাঃআবু ছালেহ মুহাম্মদ হানিফ, মাওলানা মোঃ বাইজিদ রাজা রাজাবী, পীর মোঃ আবু হানিফ, কাজী মোঃ জাইদুল হোসাইন, মাওলানা মোঃ তৌফিকুল ইসলাম, মো মাজহারুল আনোয়ার ও আবদুল মান্নান মাষ্টার প্রমুখ।