ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কোম্পানীগঞ্জ বাজারের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উদ্বোধন
Published : Wednesday, 10 February, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে ৩৫ লক্ষ টাকা নির্মিত ড্রেনেজ ব্যবস্থা ও বাজারের রাস্তা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিনের সভাপতিত্বে ড্রেনেজ ব্যবস্থা ও জনগুরুত্বপূর্ণ রাস্তাটি উদ্বোধন করেন প্রধান অতিথি এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির, মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান, ইউ.পি চেয়ারম্যান হাজী কামাল উদ্দিন, কাজী আবুল খায়ের, উপজেলা ডেভেলাপমেন্ট ফ্যাসিলেটর সোহেল রানা, উপ-সহকারী কর্মকর্তা খোরশেদ আলম সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, শিক্ষক সমিতির কেন্দ্রিয় একাংশের সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, ঠিকাদার হারুনুর রশীদ নাজু ও বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।  বাজারের ব্যবসায়ীরা দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, আশ-পাশের চার উপজেলার একটি ব্যবসায়ী কেন্দ্র হচ্ছে কোম্পানীগঞ্জ বাজার। কিন্তুু সামান্য বৃষ্টিতে এ বাজার তলিয়ে যেত। ভোগান্তিতে পড়তো ক্রেতা-বিক্রেতারা। দীর্ঘদিন পরে হলেও ড্রেনেজ ব্যবস্থা হওয়ায় দূর্ভোগ লাগব হবে এবং বাজারটি প্রাণ ফিরে পাবে।
মুরাদনগর উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় রাস্তা ও জাইকা-বাংলাদেশের যৌথ অর্থায়নে ড্রেনেজ ব্যবস্থা করেন এমপি মহোদয়। এ উন্নয়নমূলক কাজে দীর্ঘদিনের পুরনো ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।