ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনার টিকা নিলেন ইউএনও ফৌজিয়া সিদ্দিকা
ইসমাইল নয়ন
Published : Wednesday, 10 February, 2021 at 7:31 PM
করোনার টিকা নিলেন ইউএনও ফৌজিয়া সিদ্দিকাসবাইকে করোনার ভ্যাকসিন নেয়া জরুরি বলে মনে করেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া সিদ্দিকা। তিনি সবাইকে দ্রুত করোনার ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার (১০ফেব্রুয়ারি) দুপুরে ৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা নিয়ে সবাইকে এ আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
    ইউএনও ফৌজিয়া সিদ্দিকা বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনামতে করোনার ভ্যাকসিনেশন শুরু করেছি। আমাদের জেলা প্রশাসক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং পুলিশ সদস্যসহ অনেকেই ভ্যাকসিন নিয়েছেন। আমিও নিয়েছি। তিনি বলেন, প্রত্যেকে রেজিস্ট্রেশন করুন। কোভিডের টিকা নিন। এই টিকাটি অত্যন্ত নিরাপদ। এ পর্যন্ত যারা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। সবাইকে আহ্বান জানাব, বিশেষ করে যারা ফ্রন্টফাইটার এবং সাধারণ মানুষ (বয়স) ৪০ বছরের ওপরে, তারা সহজেই রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশনের আওতায় আসতে পারবেন।
    এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, মেডিকেল অফিসার ডাক্তার মুবিন ইমতিয়াজ, ডাক্তার শঙ্খজিৎ সমাজপতি, ডাক্তার তোফায়েল আহাম্মেদ ভূইয়া, ডাক্তার তাসনুবা ফারহিম, ডাক্তার তরেকা রাইহানা, সিনিয়র স্টাফ নার্স রোকসানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।