পুরান ঢাকার লালবাগের কামালবাগে বুড়িগঙ্গা নদী তীরে আরও ৫৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএ এর যুগ্ম-পরিচালক গুলজার আলী বলেন, নদী পুনর্দখল রোধে বুধবার এই বিশেষ উচ্ছেদ অভিযান চালানো হয়।
সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা অভিযানে দুটি পাঁচতলা, তিনটি চারতলা, দুটি তিনতলা, একটি দোতলা, ১১টি একতলা আধাপাকা টিনশেড ঘর এবং ১৫টি আধাপাকা দোকান ঘর ও ২৫টি টং ঘর উচ্ছেদ করা হয়।
এতে এক একর তীরভূমি উদ্ধার হয়েছে বলে জানান বিআইডব্লিউটিএ এর যুগ্ম-পরিচালক গুলজার।