ফেব্রুয়ারিতে বিশ্বের ২৫টি দেশে প্রায় ১ কোটি ৪০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন রফতানি করবে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির ভ্যাকসিন নির্মাতা সেরাম ইন্সটিটিউটকে এই অনুমোদন দিয়েছে। এসব ভ্যাকসিন সৌদি আরব, ব্রাজিল, মরক্কো, নিকারাগুয়া, মৌরিতাস, ফিলিপাইন, সার্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে রফতানি করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, বাণিজ্যিকভিত্তিতে এসব ভ্যাকসিন রফতানি করা হবে। জানুয়ারির ১ কোটি ডোজের প্রায় দ্বিগুণ ভ্যাকসিন ডোজ ফেব্রুয়ারিতে রফতানি করবে সেরাম।
গত মাসে ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, বাণিজ্যিকভিত্তিতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কাছে ভ্যাকসিন রফতানির বিষয়টি তদারকি করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এখন পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ১৬.৭ মিলিয়ন ডোজ ২০টি দেশকে সরবরাহ করেছে সেরাম ইন্সটিটিউট। এর মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ভুটান, নেপাল, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাহরাইন, ওমান, বার্বাডোজ ও ডোমিনিকাতে সরবরাহ করা হয়েছে ৬.৩ মিলিয়ন ডোজ। বাণিজ্যিকভিত্তিতে ব্রাজিল, মরক্কো ও দক্ষিণ আফ্রিকাসহ সাতটি দেশে আরও ১ কোটি ডোজ সরবরাহ করেছে সেরাম।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুসারে, ফেব্রুয়ারিতে বাণিজ্যিকভিত্তিতে আরও ২ কোটি ৪০ লাখ ডোজ ভ্যাকসিন রফতানির জন্য সেরামকে অনুমোদন দেওয়া হয়েছে। ২৫টি দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, ব্রাজিল, মরক্কো, মিয়ানমার, নেপাল, নিকারাগুয়া, মৌরিতাস, ফিলিপাইন, সার্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও কাতার।
এক সরকারি কর্মকর্তা জানান, সম্প্রতি ১০ লাখ ভ্যাকসিন ডোজ কিনতে অনুরোধ করা কানাডা এই তালিকায় নেই।