এইচএসসির পুনর্মূল্যায়নের ফল ফেব্রুয়ারির শেষে
Published : Thursday, 11 February, 2021 at 12:00 AM
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের সাবজেক্ট ম্যাপিংয়ের কাজ শুরু হয়েছে। প্রকাশিত ফলে অসন্তোষ হয়ে দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ১৫ হাজার ৭২৮ শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের পুনর্মূল্যায়নের ফল চলতি মাসের শেষ দিকে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।
তিনি বলেন, দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ১৫ হাজার ৭২৮ জন ফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে রয়েছেন ৪ হাজার ৪১৫ জন। তাদের ফল তৈরি করতে আবারও সাবজেক্ট ম্যাপিংয়ের কাজ করতে হচ্ছে। বিষয়গুলো খুব সতর্কতা অবলম্বন করে করতে হচ্ছে। ফলে একটু সময় লাগবে।
নেহাল আহমেদ আরও বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত পুনর্মূল্যায়নের আবেদন করা শিক্ষার্থীদের ফল দেয়ার। আশা করছি ফেব্রুয়ারির শেষ দিকে এই ফল দেয়া শুরু করতে পারব। মার্চের প্রথম সপ্তাহের মধ্যে সবাই ফল পেয়ে যাবেন বলে জানান তিনি।
এর আগে গত ৩০ জানুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মাদরাসা, কারিগরিসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেন। তাদের মধ্যে ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন।