পাতা কুড়াতে গিয়ে গাছচাপায় গৃহবধূ নিহত
Published : Saturday, 13 February, 2021 at 12:00 AM
মেহেরপুরের গাংনীর সাহারবাটি গ্রামে গাছ চাপা পড়ে নসিয়া খাতুন নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নসিয়া খাতুন ওই গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
আহতদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- গৃহবধূ সাহেরা ও কৃষক তাজুল ইসলাম।
সাহারবাটি
ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জানান, আব্দুল খালেকের বাড়ির পাশে গাছ
কাটছিলেন কয়েকজন কাঠুরিয়া। গাছ মাটিতে পড়ার আগেই গাছের পাতা নিতে সেখানে
গেলে গাছের নিচে চাপা পড়েন তারা।
এতে সঙ্গে সঙ্গেই নিহত হন গৃহবধূ নসিয়া। আহত হন অপর গৃহবধূ সাহেরা ও কৃষক তাজুল ইসলাম।
গাংনী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ
পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
৩৪ কেজির বাঘাইড় বিক্রি হলো ৪১ হাজার টাকায়
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘা?টের অদূরে পদ্মা নদীতে ধরা পড়েছে ৩৪ কে?জি ২০০ গ্রাম ওজ?নের এক?টি বাঘাইড় মাছ।
?শুক্রবার
দৌলতদিয়া ঘা?টের? মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ঘা?টের দে?লোয়ার
সরদা?রের আড়ত থে?কে ১২শ' টাকা কে?জি দ?রে ৪১ হাজার টাকায় মাছ?টি কি?নে নেন।
এর
আগে শুক্রবার ভোরে পদ্মা নদী?তে সাদ্দাম সরদার না?মের এক জে?লের জালে
বিশালাকৃতির বাঘাইড় মাছ?টি ধরা পড়ে। এখন নদী?তে পা?নি কম?তে থাকায় প্রায়ই
বড় বড় মাছ ধরা পড়ছে।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকা?লে
দোলোয়ার সরদা?রের আড়ত থে?কে ডা?কের মাধ্য?মে ১২শ টাকা কে?জি দ?রে ৩৪ কে?জি
২০০ গ্রাম ওজ?নের এক?টি বাঘাইড় মাছ ৪১ হাজার টাকায় কি?নে?ছেন। এখন ফো?নের
মাধ্য?মে ঢাকাসহ দেশের বি?ভিন্ন স্থা?নের ব্যবসায়ীদের সঙ্গে যোগা?যোগ
কর?ছেন মাছ?টি বি?ক্রি করতে। দ্রুত সময়ের মধ্যেই মাছ?টি বি?ক্রি হ?য়ে যা?বে
ব?লে ধারণা কর?ছেন তি?নি।