Published : Friday, 12 February, 2021 at 12:00 AM, Update: 12.02.2021 1:55:51 AM
শ্যামল বড়ুয়া ববি:
গত ১১ ফেব্রুয়ারি বাংলাদেশী বৌদ্ধদের উপসংঘরাজ, পন্ডিত, অধ্যাপক ধর্মরতি মহাথের'র মৃত্যুর ২৬ দিন পর বিশেষ ব্যাবস্থায় সংরতি শবদেহ পেটিকাবদ্ধ করা হয়। সকাল ৮ টায় ফ্রিজ এম্বুলেন্সে ভান্তের শবদেহ বিভিন্ন রাস্তা প্রদনি করে ঈশ্বর পাঠশালা মাঠে ১০৩ জন ভিু শ্রামন ও বিপুল সংখ্যক দায়কদায়িকা গনের উপস্থিতিতে আশীর্বাদ প্রদান করেন সংঘরাজ ডঃ জ্ঞানশ্রী মহাথের , প্রধান অতিথি ছিলেন উপসংঘরাজ শীলানন্দ মহাথের , বিশেষ অতিথি ছিলেন উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাথের। অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডঃ সংঘপ্রিয় মহাথের , ডঃ জিনবোধি মহাথের , প্রজ্ঞানন্দ মহাথের , সুনন্দপ্রিয় ভিু , ধর্মপাল ভিু , ধর্মকীর্তি মহাথের , শিাবিদ ইন্দ্র কুমার সিংহ , একুশে পদক প্রাপ্ত ডঃ অধ্যাপক সুকোমল বড়ুয়া , ডঃ জগন্নাথ বড়ুয়া , স্থপতি বিশ্বজিত বড়ুয়া , মহানগর আওয়ামী লীগ সদস্য জি এস জাকির হোসেন , মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক চিত্ত রন্জন ভৌমিক , সুধাংশু মজুমদার , অন্তেষ্টিক্রিয়া উদযাপন কমিটির সাধারন সম্পাদক সাধন মিত্র সিংহ , কমিল্লা বৌদ্ধ সমিতির জ্যোতিষ সিংহ খোকন , মহিলা কমিশনার উম্মে কুলসুম মুনমুন।