ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় চার দিনে ভ্যাকসিন গ্রহীতা ১২ হাজার ছাড়ালো
Published : Thursday, 11 February, 2021 at 12:00 AM, Update: 11.02.2021 1:53:38 AM
কুমিল্লায় চার দিনে ভ্যাকসিন গ্রহীতা ১২ হাজার ছাড়ালোমাসুদ আলম ||
কুমিল্লায় চার দিনে করোনাভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহীতার সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। গতকাল বুধবার ২৪টি নতুন টিকাকেন্দ্রে ৫৫২৭ জনসহ গত চার দিনে কুমিল্লায় ১২ হাজার ১৬২ জন ব্যক্তি করোনা প্রতিষেধক টিকা নিয়েছেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, কুমিল্লায় প্রতিদিনই ক্রমান্বয়ে টিকার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। গত চার দিন ধরে ধাপে ধাপে প্রতিদিনই টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড় তৈরি হয়েছে। মানুষের উপস্থিতি, ভিড় মোকাবেলা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে টিকাকেন্দ্রগুলোতে দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক সদস্যদের হিমশিম খেতে হচ্ছে।
বুধবার ৫৫২৭ জন টিকা গ্রহীতার মধ্যে ৩৫৪৩ জন পুরুষ এবং ১৯৮৪ জন নারী। কুমিল্লায় করোনা ভ্যাকসিনেশন শুরুর পর থেকে এই পর্যন্ত যে ১২ হাজার ১৬২ জন টিকা নিয়েছেন, তার মধ্যে ৮১৫৭ জন পুরুষ এবং ৪০০৪ জন নারী।  
এর আগে করোনাভাইরাসের প্রতিষেধক প্রদানের তৃতীয় দিন ৩ হাজার ৮১৩ জন টিকা নিয়েছেন। তার মধ্যে ২৫৯৫ জন পুরুষ এবং ১২১৭ জন নারী।   
এদিকে কুমিল্লায় লাইফ সাপোর্ট থেকে ফিরে আসা ৮৭ বছর বয়সী সুফিয়া খাতুন করোনা ভ্যাকসিন গ্রহণের পর বললেন, ‘শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। শেখ সাহেব দেশ স্বাধীন করছে আর শেখের বেটির কারণে দেশ উন্নত হচ্ছে, দেশের মানুষকে আজ করোনা থেকে রা করছেন।’ বৃদ্ধা সুফিয়া খাতুন কুমিল্লা শহরতলীর শাসনগাছা এলাকার মৃত আবদুল হামিদের স্ত্রী। কুমিল্লার কাগজের কাছে তিনি আরো বলেন, ‘করোনায় আক্রান্ত হলে আর বাঁচব না। এ ভয়ে গত এক বছর তো হাসপাতাল আর বাসায় একা একা থেকেই কেটে গেল। আমার সন্তানরা আমার সাথে আত্মীয়স্বজনকে দেখা করতে দিত না আমার ঝুঁকির কথা ভেবে। টিকা নেওয়ার পর এখন আর তারা করোনা ঝুঁকির কথা বলতে পারবে না। এখন সবাই আমার সাথে দেখা করতে পারবে। এতে অনেক আনন্দ লাগছে।’
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাক্তার নিয়াতুজ্জামান জানান, কুমিল্লার জন্য প্রাপ্ত ২ লাখ ৮৮ হাজার ডোজ টিকা ১ লাখ ৪৪ হাজার লোককে দুই ডোজের মাধ্যমে দেয়া হবে। ইতোমধ্যে চারদিনে কুমিল্লায় টিকা নেয়া ব্যক্তিদের মধ্যে ১২ হাজার ছাড়িয়েছে। ক্রমে ক্রমে করোনার টিকা নিতে আগ্রহী ব্যক্তিদের পরিমাণ বাড়ছে।’
তিনি আরও বলেন, আশা করি, আগামী দিনগুলোতে মানুষের মধ্যে টিকা নেয়ার প্রবণতা বাড়বে। রেজিস্ট্রেশন করে যিনি আগে আসবেন, তিনিই আগে টিকা নিতে পারবেন। আমরা নানাভাবে মানুষকে টিকায় উদ্বুদ্ধ করছি।’