ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পাকিস্তান বিশ্বের প্রথম দল হিসেবে অনন্য রেকর্ড গড়ল
Published : Monday, 15 February, 2021 at 11:55 AM
পাকিস্তান বিশ্বের প্রথম দল হিসেবে অনন্য রেকর্ড গড়ল দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ এ জিতে নিল পাকিস্তান।

রোববার লাহোরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

আর এ জয়ে অনন্য এক নজির গড়েছে পাকিস্তান, যা বিশ্বের আর কোনো ক্রিকেট খেলুড়ে দেশের নেই।

ক্রিকেটের এই খুদে ফরম্যাটে শততম জয় পেয়েছে পাকিস্তান।

অবশ্য নারী দলের বিবেচনায় এ রেকর্ড দ্বিতীয়তে। এ ক্ষেত্রে ১০০ টি-টোয়েন্টি জয়ের মাইলফলকটি ইংল্যান্ড নারী ক্রিকেট দলের।

তবে পুরুষ দল হিসেবে পাকিস্তানই প্রথম এ মাইলফলক স্পর্শ করল।

ইএসপিএন ক্রিকইনফো বলছে, এখনও পর্যন্ত ১৬৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে পাকিস্তান।  যার মধ্যে জয় এসেছে ১০০টিতে।  হেরেছে ৬১টি এবং ২টি ম্যাচ পরিত্যক্তের তালিকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৮৮ জয় রয়েছে ভারতের। ৭১ জয় নিয়ে তৃতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকা।

এর পর যারা রয়েছে - অস্ট্রেলিয়া (৬৯), নিউজিল্যান্ড (৬৫), ইংল্যান্ড (৬৪), শ্রীলংকা (৫৯), আফগানিস্তান (৫৫) ও ওয়েস্ট ইন্ডিজের (৫৪)। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের অবস্থান একদম তলানিতে।  এ পর্যন্ত ৯৬ ম্যাচ খেলে ৩২টিতে জয় পেয়েছে বাংলাদেশ।

রোববার শততম টি-টোয়েন্টি জয়টি আসে পেসার হাসান আলির ব্যাট থেকে।  ম্যাচের আট বল বাকি থাকতে এক ছক্কা হাঁকিয়ে প্রোটিয়াদের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য পেরিয়ে যায় পাকিস্তান।

১৩ রানে ২ উইকেট নেওয়ার পর অপরাজিত ১৮ রান করে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ নওয়াজ।  আর সিরিজসেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।  শেষ ম্যাচে ৪২ রান করেছেন রিজওয়ান। অধিনায়ক বাবর আজম করেছেন ৪৪ রান। তবে হারলেও ম্যাচের সেরা ইনিংসটি প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলারের।  ৪৫ বলে হার না মানা ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।