মাসুদ আলম / আলমগীর হোসেন||
চতুর্থ
দফায় আজ কুমিল্লার দাউদকান্দি ও হোমনা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই
দুই পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তারা
তাদের শেষ সময়ের প্রচার-প্রচারণা শেষ করেছেন। কিন্তু ফেসবুকসহ বিভিন্ন
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের দিন সকাল পর্যন্ত ভোটারা তাদের
প্রচার-প্রচারণা অব্যাহত রাখছেন। নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন থেকে
দাউদকান্দি ও হোমনা পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা
ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ, উঠান বৈঠক, চায়ের দোকান, হাট-বাজার ও
পাড়া মহল্লায় সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় তুলেছেন। আজ (১৪ফেব্রুয়ারি)
ইভিএম পদ্ধতিতে এ দুটি পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দাউদকান্দি ও হোমনা
পৌরসভায় মেয়র পদে তিনজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দাউদকান্দি
পৌরসভার নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থী হচ্ছেন, আওয়ামী লীগের মনোনীত
নৌকার প্রার্থী বর্তমান পৌর মেয়র ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের
কোষাধ্যক্ষ নাঈম ইউসুফ সেইন, বিএনপির মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী পৌর
বিএনপির সভাপতি নুর মোহাম্মদ সেলিম সরকার ও স্বতন্ত্র মেয়র প্রার্থী
মোহাম্মদ আবু মুছা নারিকেল গাছ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হোমনা
পৌরসভায় মেয়র পদে প্রার্থীরা হচ্ছেন, নৌকার মনোনীত মেয়র প্রার্থী বর্তমান
পৌর মেয়র ও হোমনা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম,
বিএনপির মনোনীত প্রার্থী পৌর বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার আবদুল লতিফ ধানের
শীষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি আবদুল হাকিম হাত
পাখা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কুমিল্লা জেলা নির্বাচন
কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, চতুর্থ দফায় রবিবার কুমিল্লার
দাউদকান্দি ও হোমনা পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর সকল বিভাগের সদস্যরা কেন্দ্রে
কেন্দ্রে উপস্থিত থাকবেন। ইভিএম পদ্ধতিতে এ দুটি পৌরসভায় ভোট গ্রহণ
অনুষ্ঠিত হবে।
আমাদের দাউদকান্দি প্রতিনিধি জানান, নির্বাচন ঘিরে
ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন নির্বাচন কমিশন। দাউদকান্দি
পৌরসভায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা
কঠোর নজরদারি রেখেছে। দাউদকান্দিতে মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৫ শত ৪৩ জন ।
এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৬ শত ৩ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১৫ হাজার ৯
শত ৪০ জন। ৯টি ওয়ার্ডে ১৭ টি ভোট কেন্দ্রের ৮৯টি কক্ষে এ ভোট গ্রহণ
অনুষ্ঠিত হচ্ছে।
মেয়র পদে আ’লীগ মনোনীত বর্তমান পৌর মেয়র নাইম ইউসুফ
সেইন নৌকা, বিএনপি মনোনীত নূর মোহাম্মদ সেলিম সরকার ধানের শীষ এবং মোহাম্মদ
আবু মুছা স্বতন্ত্র নারিকেল গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়াও
সংরক্ষিত আসনে ১১ জন এবং সাধারণ কাউন্সিল পদে ৩৬ জন প্রার্থী
প্রতিদ্বন্দ্বীতা করছেন।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং
অফিসার কামরুল ইসলাম খান বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও আইনানুগ নির্বাচনের
লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ এবং
ডিজিটালাইজড করার জন্যই ইভিএম প্রদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।