ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাজধানীতে ছুরিকাঘাতে কুমিল্লার কিশোর খুন
Published : Sunday, 14 February, 2021 at 12:00 AM, Update: 14.02.2021 12:49:11 AM
রাজধানীতে ছুরিকাঘাতে কুমিল্লার কিশোর খুননিজস্ব প্রতিবেদক।। রাজধানীর মুগদার মান্ডায় এলাকায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. হাসান (১৬) নামে কুমিল্লার এক কিশোরকে প্রতিপক্ষের একদল কিশোর হত্যা করেছে। হাসান কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভারারা গ্রামের মো. শারাফুলের ছেলে। হাসান মুগদার মান্ডা সাবেদ আলীর বাড়িতে পরিবারের সাথে ভাড়া থাকতো। সেই ওই এলাকায় একটি প্রিন্টিং প্রেসের কর্মচারী ছিলো। নিহত হাসান তিন ভাই ও এক বোনের মধ্যে তৃতীয়।
শুক্রবার রাতে হত্যাকা-ের ঘটনাটি ঘটে।
জানা গেছে, শুক্রবার রাতে হামলার পর গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় তার বন্ধুরা। এরপর রাত পৌনে আটটায় কর্তব্যরত চিকিৎসক ওই কিশোর হাসানকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মো. হাবিবের অভিযোগ, রাজধানীর মান্ডার লেক তুষার শাহ আলমের গলিতে ৮/১০ জন মিলে তার ভাই হাসানকে কুপিয়ে হত্যা করে।
পুলিশের হাতে আটক বেলালের দাবি, তার সঙ্গে থাকা সাগর, চানমনিসহ ৭/৮ জন মিলে হাসানকে কুপিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সাগর জানিয়েছে, বেলাল, আশিক, মেজু রতনসহ বেশ কয়েকজন মিলে হাসানকে কুপিয়ে হত্যা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, “মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “স্বজনদের অভিযোগের ভিত্তিতে মেডিকেল থেকে বেলাল (১৮) নামে একজনকে আটক করা হয়েছে। বেলালের শরীরে ছুরিকাঘাতে জখমের চিহ্ন রয়েছে।