ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিদেশি পিস্তলসহ ৬ ডাকাত আটক 
Published : Saturday, 13 February, 2021 at 12:00 AM, Update: 13.02.2021 12:02:48 AM
বিদেশি পিস্তলসহ ৬ ডাকাত আটক  আলমগীর হোসেন,দাউদকান্দি।।
কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে গুলি, ম্যাগাজিন, বিদেশী পিস্তলসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া অপু মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি উপজেলার সাতপাড়া গ্রামের অপু মিয়ার বাড়িতে বসে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাৎনিক এস.আই মো: মনির হোসেন, এস.আই মো: মোস্তফা কামাল, এএসআই মো: বাবুল মিয়া ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সম হই।
এসময় ডাকাতদের থেকে ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৩ রাউন্ড পিস্তলের গুলি, ২ টি লোহার সাবল, ১ টি রাম দা, ১টি লোহার কাটার, ১ টি করাত, ৫ টি সুইচ গিয়ার ছুরি, ১ টি কালো টুপি এবং ৬ টি মোবাইল ফোন উদ্ধার করি। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সাতপাড়া গ্রামের মৃত আলী জব্বারের ছেলে অপু মিয়া(৩৮), একই গ্রামের আ: হাকিম মিয়ার ছেলে জুয়েল রানা (২৮), ঢাকা জেলার লালবাগ থানার মোসলেম মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (৪২), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা ইসমাইল মিয়ার ছেলে আল আমিন (২৭), কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার খোকন মিয়ার ছেলে আল-আমিন হোসেন (২০) এবং চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সফিকুল ইসলামের ছেলে শান্ত সরকার (২৬)।
এই ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।