ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় কাল বসুন্ধরার মুখোমুখি হবে আরামবাগ
Published : Monday, 15 February, 2021 at 1:07 PM
কুমিল্লায় কাল বসুন্ধরার মুখোমুখি হবে আরামবাগআগামীকাল কুমিল্লায় খেলবে বসুন্ধরা কিংস বনাম আরামবাগ ক্রীড়া চক্র। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।
পয়েন্ট টেবিলে একেবারে তলানির দল আরামবাগ এখনো কোন ম্যাচে জয় না পেলেও লীগে এখনো অপরাজিত বসুন্ধরা কিংস শীর্ষস্থান ধরে রেখেছে।
টানা ৭ ম্যাচ জয়ের পর কিংসরা গত ম্যাচে শেখ জামালের সাথে পয়েন্ট ভাগাভাগি করে।
এর আগে ঘরের মাঠ কুমিল্লায় ৩-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারায় কিংসরা।
আগামী ১৭ ফেব্রুয়ারি কুমিল্লায় মোহামেডান খেলবে রহমতগঞ্জের বিরুদ্ধে। পয়েন্ট টেবিলে মোহামেডান ৬ নম্বরে আছে। আর রহমতগঞ্জ আছে ৯ নম্বরে।