ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
Published : Monday, 15 February, 2021 at 1:20 PM
 ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যুনওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত  এক নারী (৩৫) এর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রিজের উপর এ ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা ট্রেনে কাটা পড়ে এ নারীর মৃত্যু হয়। স্থানীয়রা নিহতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে সান্তাহার রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।