Published : Monday, 15 February, 2021 at 8:14 PM, Update: 15.02.2021 8:23:40 PM
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিএনপি নিউ ইয়র্ক শাখা।
স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় র্যালি করেন যুক্তরাষ্ট্রের বিএনপি নিউ ইয়র্ক শাখা।
সংগঠনটির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।
প্রধান বক্তা হিসেবে ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন। প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ।
র্যালিতে আরও বক্তব্য দেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা জসীমউদ্দিন, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, দপ্তর সম্পাদক আমানত হোসেন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির এস আলম, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদউল্লাহ, যুগ্ম সম্পাদক আমিনুর রহমান খোকন, জাফর তালুকদার, দেওয়ান কাওসার, শহীদুল ইসলাম শিকদার, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর, অপু কবীর ও ‘কোকো স্মৃতি পরিষদের’ সভাপতি শাহাদৎ হোসেন রাজু।