দীর্ঘ ১৫ বছর পর হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় বিএনপির দুর্গে আওয়ামী লীগ হানা দিয়েছে। পৌরসভা প্রতিষ্ঠার পর থেকেই সিলেকশন এবং ইলেকশনে পৌরসভাটি ছিল বিএনপির দখলে।
অবশেষে ১৪ ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাইফুল আলম রুবেল ৩ হাজার ২০০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৭৮২ ভোট আর তার নিকটতম বিএনপির নাজিম উদ্দিন সামসু পেয়েছেন ৩ হাজার ৫৭৫ ভোট। ফলে দীর্ঘ ১৫ বছর পর বিএনপিমুক্ত হলো চুনারুঘাট পৌরসভা।
২০০৫ সালে বিএনপি সরকারের আমলে প্রতিষ্ঠিত পৌরসভাটিতে প্রথম প্রশাসক নিয়োগ হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রয়াত মেয়র মোহাম্মদ আলী। পরে ২০১১ সালের প্রথম ভোটে তিনি পৌর মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালে মোহাম্মদ আলী মারা যাওয়ার পর উপনির্বাচনে বিএনপির মেয়র নির্বাচিত হন তারই চাচাতো ভাই নাজিম উদ্দিন সামসু।
এক বছর পর ২০১৫ সালে দলীয় প্রতীকে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুল আলম রুবেল মাত্র ১৪ ভোটের ব্যবধানে হেরে যান। পুনরায় মেয়র হন বিএনপির নাজিম উদ্দিন সামসু। সেই নির্বাচনে আওয়ামী লীগের ঐক্যবদ্ধ ছিল না এবং নির্বাচন নিয়েও ছিল নানা অভিযোগ। এতেও হাল ছাড়েননি সাইফুল আলম রুবেল।
২০২১ সালের পৌরসভা নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের দলীয় প্রতীক পান তিনি। ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন। অবশ্য এ নির্বাচনে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। ফলে জয় নিশ্চিত হয় আওয়ামী লীগের। আর বিএনপির রাহুমুক্ত হয় চুনারুঘাট পৌরসভা।