কুমিল্লার চান্দিনা পৌরসভার নব নির্বাচিত মেয়র মো. শওকত হোসেন ভূইয়াসহ নতুন পরিষদকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখা।
সোমবার (১৫ ফেব্রুয়ারী) চান্দিনা পৌরসভার আধুনিক কমিউনিটি সেন্টার মিলনায়তনে নতুন পৌর পরিষদকে সংবর্ধিত করা হয়। এসময় মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলদের হাতে ফুলেল তোড়া তুলে দেন শিক্ষকবৃন্দ। পরে মেয়র মো. শওকত হোসেন ভূইয়ার হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখা সাধারণ সম্পাদক কমল বক্সী।
সমিতির সভাপতি মো. কাউছারুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া।
বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক গাজিউল হক চৌধুরী, দপ্তর সম্পাদক কমল বক্সী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল ওয়াহাব, চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি জাকির হোসেন সরকার লিটন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরুড়া উপজেলা শাখা সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসাইন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক এ.কে.এম নজরুল ইসলাম, সহ-শিক্ষা সম্পাদক রীনা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখা মহিলা বিষয়ক সম্পাদক পাপড়ি দত্ত, মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক খাদিজা আক্তার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুর রব, আক্তার হোসেন নাদিম, দুলাল মিয়া, আবু কাউসার, ইঞ্জি. নাজমুল হাসান রোমেল, কাজী তোফায়েল আহমেদ জনি, নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত নারী কাউন্সিলর মোর্শেদা বেগম, আমেনা বেগম, শাহনাজ পারভীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখা সিনিয়র সহ-সভাপতি কামরুল আহসান নকীব, আমেনা বেগম, কাজী ছিদ্দিকুর রহমান, সুমা বণিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জেড.এ আক্তারুজ্জামান, তাহসিনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, মো. নূরুল ইসলাম, উম্মে হানি, সহ-সম্পাদক মো. সফিউল্লাহ, আনোয়ার হোসেন, সেলিনা আক্তার, অর্থ সম্পাদক আতাউর রহমান সরকার, সহ-অর্থ সম্পাদক দেবব্রত ভৌমিক, দপ্তর সম্পাদক জেসমিন আক্তার, সহ-দপ্তর সম্পাদক আবু ইউসুফ, শিক্ষা সম্পাদক নন্দ কিশোর রায়, সাহিত্য সম্পাদক গোলাম সাদেক, সাংস্কৃতি ও বিনোদন সম্পাদক কানিজ ফাতেমা, সহ-সংস্কৃতি ও বিনোদন সম্পাদক জয়নব বেগম মুন্নী, যোগাযোগ সম্পাদক মো. কামরুজ্জামান, সহ-যোগাযোগ সম্পাদক আসমা উল হোসনা, প্রচার সম্পাদক মো. আব্দুল হান্নান মিয়া, সহ-প্রচার সম্পাদক আলী হোসেন, মিডিয়া সম্পাদক মো. কাউসার মিয়া, আইসিটি সম্পাদক মিজানুর রহমান, কল্যাণ ট্রাস্ট সম্পাদক অনুপ কুমার দাস প্রমুখ।