ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাধারণের জন্য টিকার নিবন্ধন সহজ করুন
Published : Tuesday, 16 February, 2021 at 12:00 AM
সাধারণের জন্য টিকার নিবন্ধন সহজ করুনগত ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক অনুষ্ঠানে বাংলাদেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে গণটিকাদান শুরু হয়। যতই দিন যাচ্ছে, টিকাকেন্দ্রগুলোতে ভিড়ও তত বাড়ছে। প্রথম দিকে টিকা নিয়ে মানুষের মধ্যে যে ভয়ভীতি বা দ্বিধাদ্বন্দ্ব ছিল, তা দ্রুত কেটে যাচ্ছে। গত শনিবার বিকেল পর্যন্ত দেশজুড়ে টিকা দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখের বেশি মানুষ। তাঁদের মধ্য টিকা নিয়েছেন পাঁচ লাখ ৪২ হাজার ৩০৯ জন। সরকারের নেওয়া বিভিন্ন পদেেপর ফলে দেশে এখন মহামারি ‘অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে’। বিশেষজ্ঞরা বলছেন, এ পর্যন্ত যাঁরা টিকা নিতে পেরেছেন, তাঁদের বেশির ভাগ সমাজের উচ্চ পর্যায়ের কিংবা মধ্যবিত্ত শ্রেণির মানুষ। এর নিচের পর্যায়ের মানুষ এখনো টিকার নাগাল পাননি। আর সরকারের সিদ্ধান্তের কারণে গ্রামের মানুষরাও রয়ে গেছেন টিকার বাইরে। উপজেলা পর্যায়ের নিচে ইউনিয়ন পর্যায়ে এখনো টিকা দেওয়া শুরু হয়নি, যদিও এই পর্যায়ের মানুষকে টিকা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় চার হাজার ৬০০টি কেন্দ্র নির্ধারণ করা আছে।
সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে, নিবন্ধন ও টিকা দেওয়া নিয়ে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। এত দিন অনেকে নিবন্ধন করার পর টিকা দেওয়ার নির্ধারিত দিন জানানোর আগেই নিবন্ধন কার্ড নিয়ে নিজ নিজ কেন্দ্রে টিকা নেওয়ার সুযোগ পেয়েছিলেন। অনেকে আবার যে কেন্দ্রে নিবন্ধন করেছেন, সেই কেন্দ্রে না গিয়ে অন্য কেন্দ্রে গিয়ে টিকা নিয়েছেন। কিংবা নিবন্ধন না করে পছন্দসই কোনো কেন্দ্রে গিয়ে স্পট নিবন্ধন করে টিকা নিয়েছেন। এখন আর এসব সুযোগ থাকছে না। এখন যেমন স্পট নিবন্ধনের সুযোগ থাকছে না, নির্ধারিত কেন্দ্র এবং নির্ধারিত তারিখ ছাড়া টিকাও নিতে পারবেন না। সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্তটি সমর্থনযোগ্য নয়।
মাঝখানে দু-তিন দিন টিকা নিতে মানুষের মধ্যে বেশ ভালো সাড়া ল করা গেছে। মানুষের এই আগ্রহে ভাটা পড়লে সেটি ভালো হবে না। ফলে যত দ্রুত টিকা দেওয়া যায়, তত ভালো। এ েেত্র কেন্দ্রে নিবন্ধনের ঝামেলা এড়াতে বিভিন্ন সংস্থার সহায়তা নিয়ে এলাকায় এলাকায় নিবন্ধন বুথ করা যায়। যেমনটি করা হয়েছে করোনা টেস্টের জন্য। এটি করা গেলে মানুষের উদ্বুদ্ধকরণ প্রচারণার পাশাপাশি নিবন্ধনের কাজটিও সহজ হবে। আমরা আশা করব, সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে স্পট নিবন্ধন চালু করা হবে।