ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হাবিবুর রহমান জাহিদের ইন্তেকাল
Published : Tuesday, 16 February, 2021 at 12:00 AM, Update: 16.02.2021 12:59:53 AM
হাবিবুর রহমান জাহিদের ইন্তেকালস্টাফ রিপোর্টার: কুমিল্লা সরকারি মহিলা কলেজের হিসাব সহকারী ও নগরীর দক্ষিণ চর্থা এলাকার লিলু মিয়ার ছেলে হাবিবুর রহমান জাহিদ (৪২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ......রাজেউন)। গতকাল সোমবার সকাল ১০টার দিকে নগরীর দক্ষিণ চর্থা এলাকায় হোচ্ছামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে নগরীর টমছমব্রীজ কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কলেজ অধ্যক্ষ প্রফেসর জামাল নাছেরসহ শিক্ষক-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। এবং তার বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।