বাঙ্গরায় বিয়ের প্রলোভনে ধর্ষণ যুবক কারাগারে
Published : Tuesday, 16 February, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার
মুরাদনগর উপজেলার বাঙ্গরায় বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে মুজিবুর
রহমান (২৪) নামের এক যুবককে আদালতের মাধ্যমে সোমবার দুপুরে কারাগারে
পাঠিয়েছে পুলিশ। তবে বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়, বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের খাপুড়া গ্রামের
মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মুজিবুর রহমানের সাথে রাজা চাপিতলা গ্রামের এক
গৃহবধুর অবৈধ সম্পর্ক রয়েছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকার লোকজন
দু’ভাগে বিভক্ত হয়। রোববার রাতে তারা উভয়কে এক ঘরে আটকে রেখে এলাকাবাসী
মুজিবুর রহমানকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় ওই গৃহবধুর বাবা
আব্দুল জলিল বাদী হয়ে নারী নির্যাতন আইনে মামলা করেন।
অপর দিকে অভিযুক্ত মুজিবুর রহমান বলেন, ধর্ষণের কোন ঘটনা ঘটেনি। একটি মহল আমাকে পরিকল্পিত ভাবে ফাঁসিয়ে দিয়েছে।
বাঙ্গরা
বাজার থানার ওসি মোহাম্মদ কামারুজ্জামান তালুকদার দৈনিক কুমিল্লার কাগজকে
বলেন, বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তবে বিষয়টি আরো
খতিয়ে দেখা হচ্ছে।