মুরাদনগরে শিশু ধর্ষণের অভিযোগ
Published : Tuesday, 16 February, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
ছোড়ার
ভয় দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী নজরুল
ইসলাম ওরফে নজু (৫১) নামে এক লম্পটের বিরুদ্ধে। কুমিল্লার মুরাদনগর উপজেলার
নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নজু একই
গ্রামের মৃত আলী আজ্জম বেপারীর ছেলে। ঘটনার পর থেকে ধর্ষক নজু পলাতক রয়েছে।
স্থানীয়
এলাকাবাসী ও ভিকটিমের মা দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, মেয়েটি অন্যান্য
সঙ্গীদের সাথে বাগান বাড়ীতে খেলা করছিল। রোববার বিকাল আনুমানিক ৫টায় নজু
মেয়েটিকে বনরুটি দেওয়ার কথা বলে বাড়ির পাশের একটি ঘরে নিয়ে যায়। তখন
মেয়েটির সাথে খেলতে থাকা আরেকটি ছেলে শিশু ছিল। ছেলে শিশুকে ঘর থেকে বের
করে দিয়ে মেয়েটিকে ছোড়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে সে। তখন তার চিৎকারে আশ-পাশের
লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
শিশুটির মা সাংবাদিকদের সাথে কথা
বলেতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি ধর্ষক নজুর দৃষ্টান্তমূলক শাস্তির
দাবি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন মুরুব্বি বলেন, ধর্ষক নজু
একজন চিিহ্নত মাদক ব্যাবসায়ী। সে সাঙ্গ পাঙ্গ নিয়ে প্রায়ই মদ ও জুয়ায়
ব্যাস্ত থাকে। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।
মুরাদনগর থানার
ওসি সাদেকুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, বিষয়টি আমি লোকমুখে
শুনেছি। কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।