কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সমিটারের আগুনে অগ্নিদগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে । এসময় অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। নিহত মা ও মেয়ে অগ্নিকাণ্ডে একটি ঘরের ভেতর আটকা পড়েন।
মঙ্গলবার রাত ১০টায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উঃ ইউনিয়নের ভেলানগর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া মা ও মেয়ে হলেন, ভেলানগর গ্রামের মোহাম্মদ আলী ভূঁইয়ার স্ত্রী সালেহা বেগম ও তাহার ছোট মেয়ে ফারজানা আক্তার।
দাউদকান্দি থানার ওসি মোঃ নজরুল ইসলাম অগ্নিদগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক ট্রান্সমিটার থেকে আগুন লেগেছে ধারণা করা হচ্ছে। তবে ঘরে গ্যাস সিলেন্ডারও রয়েছে। শীতের রাত হয় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে পরিবারের সবাই। কখন আগুন লেগেছে তারা বুঝতে পারেনি। এসময় ঘরের আগুনে মা ও মেয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।