ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বয়সের ছাপ কমাতে ভেষজ উপাদান
Published : Wednesday, 17 February, 2021 at 11:47 AM
বয়সের ছাপ কমাতে ভেষজ উপাদানবয়সের ছাপ থামানো যায় কথাটি পুরোপুরি সত্যি না হলেও কিছু হলেও রোধ করা সম্ভব।
তাই প্রত্যেকের উচিত ত্বকের যত্ন নেওয়া।

রাসায়নিক পদ্ধতি অবলম্বন করে যত্ন নেওয়া বেশ ব্যয় সাপেক্ষ। সেক্ষেত্রে প্রাকৃতিক ভেষজ উপাদান ব্যবহারে ভালো কাজে দেয়।

চলুন জেনে নেওয়া যাক।

তুলসী: তুলসী পাতা বয়সের ছাপ কমাতে সাহায্য করে। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে ও কোলাজেন নষ্ট করে ফেলে। তাই

গরম পানিতে তুলসি পাতা ডুবিয়ে রেখে নরম হয়ে আসলে পেস্ট করে নিন। পেস্টের সাথে বেসন ও মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে তা ধুয়ে ফেলুন।

দারুচিনি: বয়স-রোধী উপাদান সমৃদ্ধ যা কোলাজেনের ক্ষয় পূরণ করে ও ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে।

দারুচিনির গুঁড়ার সঙ্গে প্রয়োজন অনুযায়ী মধু মিশিয়ে নিন। পরে প্যাক তৈরি করে মুখে মাখুন। শুকানোর জন্য ১০ মিনিট অপেক্ষা করুন। পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আদা: আদা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদান সমৃদ্ধ যা বয়সের ছাপ কমায়।

আদা কুচি করে এতে বাদামি চিনি ও জলপাইয়ের তেল মিশিয়ে মাস্ক তৈরি করুন। প্যাকটি মুখে ব্যবহার করে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

অশ্বগন্ধা: ব্যাক্টেরিয়া ও ফাঙ্গাস রোধী উপাদান সমৃদ্ধ। এটা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এর ক্ষারীয় উপাদান ত্বকের কোষকে চাপ ও ক্ষয় থেকে সুরক্ষিত রাখে।

অশ্বগন্ধার গুঁড়া, আদার গুঁড়া ও লেবুর রস মিশিয়ে প্যাকটি মুখে মেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

জিনসেং: চাইনিজ এই ভেষজ পৃথিবীজুড়ে পরিচিত এর ‘অ্যান্টি-এইজিং’ উপাদানের জন্য।

এক কাপ গরম পানিতে এক চামচ জিনসেংয়ের গুঁড়া মিশিয়ে নিন। এরপর তুলার সাহায্যে মিশ্রণটি মুখে মেখে সারারাত রেখে দিন। সকালে উঠে মুখ ধুয়ে নিন।