নৈপুণ্য দেখাচ্ছে বাংলাদেশিরাও
Published : Thursday, 18 February, 2021 at 12:00 AM
তানভীর দিপু:
কুমিল্লা
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গতকালের ম্যাচে রহমতগঞ্জের সাথে দারুন
নৈপুণ্য দেখিয়েছে মোহামেডানের দেশি ফুটবলাররা। মালির স্ট্রাইকার সুলেমান
দিয়াবাতের সাথে গোল পেয়েছে বাংলাদেশি ফরোয়ার্ড আমির হাকিম বাপ্পী। পুরো
ম্যাচে আতিক, মিঠু, রাজিব, শাহেদরা চাপেই রেখেছে রহমতগঞ্জকে।
ম্যাচের
শুরু থেকেই মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে আর নাইজেরিয়ান ফরোয়ার্ড
মোহাম্মদ নুরাতকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছিলেন বাপ্পি এবং মিঠু। সুযোগ পেলে
বল নিয়ে প্রতিপক্ষের গোলপোস্টে কাঁপন ধরাতেও চেষ্টা করেছেন বেশ কয়েকবার।
মাঝ মাঠে জাপানি ক্যাপ্টেণ উরু নাগাতার এ্যাসিস্টে বেশ কয়েকবার বল নিয়ে
মাঠে যে গতি তুলেছেন তার ফল শুধু দর্শক সারির কড়তালিতেই সীমাবদ্ধ থেকে,
দূর্ভাগ্য আর রহমতগঞ্জের ডিফেন্সের কারনে গোলের দেখা পায়নি তারা।
অবশেষে
ম্যাচের অতিরিক্ত সময়ে ৯২ মিনিটের সময় মাঝ মাঠ থেকে একাই বল নিয়ে
রহমতগঞ্জের পোস্টের দিকে ছুটেন আমির হাকিম বাপ্পি। তার গতি এবং বল
নিয়ন্ত্রনের দক্ষতায় হার মানতে বাধ্য হয়েছে রহমতগঞ্জের গোলকিপার লিটন।
এর
আগে ম্যাচের শুরুতে ৩ মিনিটের সময় গোল করে এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে।
লীগে এটি তার ষষ্ঠ গোল। এর আগে বিভিন্ন ম্যাচে বিদেশী খেলোয়াড়দের স্কোরে
চাপা পড়ছিলো বাংলাদেশি ফুটবলারদের নৈপুণ্য। কিন্তু মোহামেডান জয়ের ধারায়
ফেরার গল্পে যেন বেশিই ভূমিকা রাখছে বাংলাদেশি আতিক-মিঠুরাই।
ম্যাচ
শেষে বাংলাদেশি ফুটবলাররাও ভালো খেলছে জানিয়ে শন লেন বলেন, বিদেশি
খেলোয়ারদের সাথে বাংলাদেশিরাও ভালো খেলছে এটা মোহামেডানের জন্য খুবই পজেটিভ
একটি সাইন। তবে সবার মধ্যে সমন্বয়টা খুবই জরুরী। আশা করি সামনের ম্যাচে
আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবো।