ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মোহামেডানের টানা তিন জয়
কুমিল্লায় রহমতগঞ্জকে হারালো ৩-০ গোলে
Published : Thursday, 18 February, 2021 at 12:00 AM, Update: 18.02.2021 1:59:11 AM
মোহামেডানের টানা তিন জয়তানভীর দিপু:
কুমিল্লায় ঘরের মাঠে অবশেষে জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। টানা তিন ম্যাচ জয়ে যেন লীগে প্রতিদ্বন্দ্বীতায় কিছুটা হলেও জোর দেখাতে পারছে মোহামেডান। জয়ের ছন্দে ফিরে গতকাল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ২-০ গোলে হারায়  রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে। বাংলাদেশ প্রিমিয়ার লীগে এবারের মৌসুমে মোহামেডানের এটি হ্যাট্রিক জয়।
মাচরে শুরুতেই সুলেমানে দিয়াবাতে দলকে এগিয়ে নেওয়ার পর একেবারে শেষ মুহুর্তে ব্যবধান দ্বিগুণ করেন আমির হাকিম বাপ্পী। এর মাঝে দুই আক্রমণ প্রতি আক্রমণ করে কিন্তু গোলের দেখা পায় শুধু সাদা-কালোরাই। লিগের শুরুর দিকে উত্থান-পতনের মধ্যে দিয়ে চলা মোহামেডান এগিয়ে যায় ম্যাচের তৃতীয় মিনিটেই। রাজীব হোসেনের বাড়ানো বল জালে জড়ান দিয়াবাতে। লীগে মালির এই ফরোয়ার্ডের এটি ষষ্ঠ গোল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রাকিব খানের পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন বাপ্পী। তাতে রহমতগঞ্জের চতুর্থ হার নিশ্চিত হয়ে যায়।
নয় ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে শন লেনের দল। আট ম্যাচে ৮ পয়েন্ট রহমতগঞ্জের।
ম্যাচ শেষে মোহামেডানের স্ট্রাইকার আমির হাকিম বাপ্পি জানান, আমরা এগিয়ে যাচ্ছি, ভালো লাগছে। সবাই খুব ভালো খেলেছে। আর কুমিল্লার মাঠ জাতীয় স্টেডিয়ামের চেয়ে ভালো-এখানে খেলে মজা পাওয়া যায়। আশা করি সামনের ম্যাচ গুলোতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবো।
মোহামেডান কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে হোমগ্রাউন্ড করার পর এই প্রথম জয় পেলো কুমিল্লায়। এর আগে ১৬ তারিখের ম্যাচে কুমিল্লারই আরেক স্বাগতিক দল ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে।