ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ আটজন
Published : Thursday, 18 February, 2021 at 9:17 PM
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ আটজনযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় বন্দুকধারীর হামলায় অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর এবিসি নিউজের।

স্থানীয় সময় বুধবার বিকেলে ফিলাডেলফিয়ার একটি রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, আহতদের বয়স ১৭ থেকে ৭১ বছরের মধ্যে। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল।

৭১ বছর বয়সী এক বৃদ্ধের পাকস্থলী এবং দুই পায়ে একাধিক গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ অবশ্য প্রথমে সাতজন আহত বলে জানিয়েছিল। তবে রাতে একব্যক্তি পেটে গুলির ক্ষত নিয়ে স্বেচ্ছায় হাসপাতালে উপস্থিত হন।

ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার ড্যানিয়েল আউটল বলেছেন, হামলায় একাধিক বন্দুকধারী ছিল কি না তা এখনও নিশ্চিত নয়। তবে অনেকগুলো গুলির খোসা পাওয়া গেছে। পরীক্ষা করে দেখা হচ্ছে সেগুলো একই বন্দুক থেকে বেরিয়েছে কি না।

পুলিশ জানিয়েছে, তারা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্তের চেষ্টা করছে।