ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফেনসিডিল মামলায় এক ব্যক্তির ৬ বছর কারাদণ্ড
Published : Thursday, 18 February, 2021 at 9:44 PM
ফেনসিডিল মামলায় এক ব্যক্তির ৬ বছর কারাদণ্ড বরিশালে একটি ফেনসিডিল মামলায় আনছার আলী মোল্লা নামে এক ব্যক্তিকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আনছার আলী মোল্লা সাতক্ষীরা জেলার বেচনা গ্রামের নেয়াম উদ্দিন মোল্লার ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুন্নবী জাকির জানান, ২০২৯ সালের ১১ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশ নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এসময় ৪০ বোতল ফেনসিডিলসহ আনছার আলী মোল্লাকে আটক করা হয়।

এ ঘটনায় পরদিন বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের হয়। একই বছরের ১০ জুন আনছারকে একমাত্র অভিযুক্ত করে আদালতে ওই মামলার অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা এসআই আকতার হোসেন। পরে আদালতে চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।