ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সবজি ক্ষেতে গাঁজা গাছ, ৭০ বছরের বৃদ্ধকে জরিমানা
Published : Thursday, 18 February, 2021 at 10:05 PM
সবজি ক্ষেতে গাঁজা গাছ, ৭০ বছরের বৃদ্ধকে জরিমানা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একটি সবজি ক্ষেত থেকে গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এসময় শহিদ মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে আটক করা হয়। পরে তাকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে এ জরিমানা করা হয়।

এর আগে দুপুরে উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ ইউনিয়নের নোয়ামুড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ আখাউড়া পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

শহিদ মিয়া এলাকার হত্যাসহ একাধিক মামলার আসামি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আনোয়ার মিয়ার বাাব।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে আটক ব্যক্তির সবজি ক্ষেত থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম এক হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম জানান, হয়তো তার অজ্ঞতাবশত গাছটি ক্ষেতে হয়েছে। আটক ব্যক্তির বয়স প্রায় ৭০ বছর। সার্বিক দিক বিবেচনা করে তাকে এক হাজার টাকা জরিমানা করলে তিনি সেই টাকা পরিশোধ করেন।