এখনও অনেক উন্নত দেশ ভ্যাকসিন পায়নি : পররাষ্ট্রমন্ত্রী
Published : Friday, 19 February, 2021 at 12:00 AM
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সবার জন্য কোভিড-১৯ ভ্যাকসিন নিশ্চিতের জন্য বিশ্বের দেশগুলোর মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে একটি জোরালো রাজনৈতিক অঙ্গীকার জরুরি। তিনি আরও বলেন, এখনও অনেক উন্নত দেশ কোভিড-১৯ এর ভ্যাকসিন পায়নি। যে ৩০ থেকে ৩৫টি দেশ কোভিড- ১৯ এর ভ্যাকসিন পেয়েছে, বাংলাদেশ তাদের অন্যতম। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণেই এটা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কোভিড-১৯ এর ভ্যাকসিন নেয়ার পর এ কথা বলেন মন্ত্রী। রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের টিকাকেন্দ্রে ভ্যাকসিন নেন তিনি। এ সময় তার সঙ্গে বেশ কয়েকজন বিদেশি কূটনীতিকও ভ্যাকসিন নেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে পরস্পরকে সহায়তার লক্ষ্যে আমাদের একটি বৃহত্তর অংশীদারিত্ব ও একটি রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন।’
মোমেন আরও বলেন, বিশ্বের যে ৩০ থেকে ৩৫টি দেশ কোভিড- ১৯ এর ভ্যাকসিন পেয়েছে, বাংলাদেশ তাদের অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই এটা সম্ভব হয়েছে।
‘এমনকি, এখনও অনেক উন্নত দেশ কোভিড-১৯ এর ভ্যাকসিন পায়নি।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, বাংলাদেশ সরকার এই ভ্যাকসিন উদ্ভাবনের অনেক আগেই বিশ্বের বিভিন্ন দেশের কাছে ভ্যাকসিন চাইতে শুরু করে। আমরা সবাইকে ভ্যাকসিন দেব। একজনও বাদ পড়বে না।
এদিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভ্যাকসিন নেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
গত ১০ ফেব্রুয়ারি সরকার বিদেশি কূটনীতিকদের ভ্যাকসিন দিতে শুরু করে। উদ্বোধনী দিনে ৩০ জনেরও বেশি কূটনীতিক ভ্যাকসিন নেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ধীরে ধীরে বাংলাদেশে অবস্থানরত ১২০০ বিদেশি কূটনীতিকদের সবাইকেই ভ্যাকসিন দেয়া হবে।
গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ-টিকাদান কর্মসূচি শুরু করে বাংলাদেশ সরকার।