দলীয় র্কাযক্রম বৃদ্ধি ও মুক্তিযোদ্ধাদের যাতায়াতে জিপ গাড়ি প্রদান
Published : Friday, 19 February, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
দলীয় র্কাযক্রম বৃদ্ধি ও মহান মুক্তিযুদ্ধে সক্রীয় অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের যাতায়াতরে জন্য নিজের জিপ গাড়ি প্রদান করলেন কুমিল্লার বুড়িচং উপজলো চেয়ারম্যান আখলাক হায়দার। তিনি গত আইন শৃংখলা কমিটির সভায় এক উন্মুক্ত আলোচনায় তাঁর উক্ত জিপ গাড়ীটি জনর্স্বাথে ব্যবহারের প্রস্তাব করেন এবং এর পর থেকে গতকাল বুধবার ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সংশ্লষ্টি জনকে বিভিন্ন স্থানে যাতায়াতে তা ব্যবহার করতে দেখে গেছে তিনি এক বিবৃতিতে বলনে-জাতির শ্রেষ্ঠ সন্তান
বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জায়গায় যাতায়াতে ব্যবহারের জন্য ও বুড়িচং উপজেলা আওয়ামীলীগরে সাংগঠনকি র্কাযক্রম আরো বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট নেতৃবৃন্দরা যাতে তা ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তার জন্য তা প্রদান করেন । এদিকে বুড়িচং উপজেলার মাটি ও মানুষরে প্রান প্রিয় নেতা বুড়িচং উপজেলা আওয়ামীলীগরে সংগ্রামী সাধারন সম্পাদক উপজেলার সুযোগ্য চেয়ারম্যান জননেতা আখলাক হায়দার উক্ত জিপ গাড়িটি প্রদান করায় বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।