ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৪ চোরাকারবারি আটক
Published : Saturday, 20 February, 2021 at 12:00 AM
নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় চার চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার কালুপাড়া বিওপির সীমান্ত পিলার ২৭০ এর সাব-পিলার ৪ এর কাছ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-উপজেলার কালুপাড়া গ্রামের আব্দুল মান্নান খোকার ছেলে আব্দুস সালাম বাবু (৪০), একই গ্রামের আব্বাস ম-লের ছেলে গোলাম রব্বানী রুবেল (২৯), ওয়াজেদ আলীর ছেলে নুরুজ্জামান (৪৫) এবং উরজুল্লা বর্মণের ছেল প্রদীপ বর্মণ (৩৪)।
১৪-বিজিবি পতœীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন জানান, আটকরা চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করার চেষ্টা করছিলেন। ঘটনাস্থল থেকে একটি কাঁটাতারের বেড়া কাটার কাঁচি ও বাঁশের তৈরি মাচা উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।