ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর
Published : Saturday, 20 February, 2021 at 12:00 AM
রংপুরে ট্রাকাচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা-রংপুর মহাসড়কের বারো আউলিয়ায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুর নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের নাজিরদিগর পশ্চিমপাড়া খবিরুল ইসলামের ছেলে শিমুল (২৮) এবং নাজিরদিগর দক্ষিণ পাড়া গ্রামের শাহাজান মিয়ার ছেলে সোহেল রানা (৩০)।
পুলিশ ও স্থানীয় জানান, দুই বন্ধু মোটরসাইকেলযোগে মিঠাপুকুরের দিকে যাওয়ার সময় ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে পৌঁছলে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি পাথরবাহী ট্রাকা তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুনের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দ করে চালক আনছার আলীকে (৫৫) আটক করেছে পুলিশ। আনছার আলী মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ পূর্ব চুহড় গ্রামের আহাম্মদ আলীর ছেলে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রধান বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।