ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে গৃহবধূসহ ৪ জন আহত
Published : Saturday, 20 February, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে গৃহবধূসহ ৪ জন আহত হয়েছে। আহতরা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীর আছেন। এঘটনায় পাঁচ জনকে এজাহার নামীয় আসামী করে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেছে আহত গৃহবধু রুবি আক্তার।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের মোঃ নোয়াব মিয়া ও তার ছেলে মাহাবুব আলম, স্বেকান্দর আলীর স্ত্রী নিলুফা বেগম, ফারুক মিয়ার স্ত্রী তানিয়া আক্তার এবং একই উপজেলার কল্পবাস গ্রামের আবু তাহের গংরা মিলে গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতে দা. ছেনা, লাঠি ও লোহার রড নিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে একই বাড়ির মৃত আব্দুল বারেকের ছেলে মোস্তফা, স্বপন মিয়া, আব্দুর রৌফের ছেলে আব্দুস সাত্তার ও একই বাড়ির আলমগীর হোসেনের স্ত্রী রুবি আক্তারকে গুরত্বর আহত করে। এসময় এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহদের উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করেন। আহতরা বর্তমানে কুমেকে চিকিৎসাধীন আছেন। এঘটনায় পাঁচ জনকে এজাহার নামীয় আসামি করে আহত গৃহবধু রুবি আক্তার ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেছেন।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, গৃহবধূ রুবি আক্তারের অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।