ব্রাহ্মণপাড়ায় পবিত্র কোরআন শরীফ বিতরণ
Published : Saturday, 20 February, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ||
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকায় মুসল্লিদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। দুনিয়া ও আখেরাত সংগঠনের উদ্যোগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জুম্মা নামাজের পর গোপলনগর কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিাদের মাঝে বাংলা অনুবাদ সহ প্রায় শতাধিক পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।
মুসল্লিদের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেন কোরআন সুন্নাহের আলোকে পরিচালিত দুনিয়া ও আখেরাত সংগঠনের প্রতিষ্ঠাতা, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি সরকার জহিরুল হক মিঠুন। এ সময় উপস্থিত ছিলেন জুম্মা নামাজ আদায় করতে আসা ওই এলাকার বিভিন্ন মুসল্লিয়ানবৃন্দ।