ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এ টি এম শামসুজ্জামানের জানাজা বাদ জোহর, জুরাইন কবরস্থানে দাফন
Published : Saturday, 20 February, 2021 at 11:54 AM
এ টি এম শামসুজ্জামানের জানাজা বাদ জোহর, জুরাইন কবরস্থানে দাফনবরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের নামাজে আজ জানাজা বাদ জোহর অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে রাজধানীর জুরাইন কবরস্থানে। 

এ টি এম শামসুজ্জামানের ছোট ভাই রতন জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রখ্যাত ও শক্তিমান এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  
আজ শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা এ টি এম শামসুজ্জামান। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।