গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বাইপাস এলাকায় রাধুনী হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বিপুল ইসলাম রাশেদ (২০)। তিনি জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার জামগড়া এলাকা আব্দুর রশিদের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে কালিয়াকৈর উপজেলা বাইপাস এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল আরোহী বিপুল ইসলাম রাশেদকে ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন।