ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ড্রাম ট্রাকের সাথে ধাক্কায় খেয়ে লরি চাপায় পিষ্ট হয় দুই আরোহী
তানভীর দিপু:
Published : Saturday, 20 February, 2021 at 4:32 PM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহতকুমিল্লার চৌদ্দগ্রামে লরিচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের মিরশ্বানী এলাকায় শনিবার বেলা ১১টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শরফুদ্দিন কুমিল্লার কাগজকে জানান, মিরশ্বানী এলাকায় মাটিবাহী একটি ড্রামট্রাক সংযোগ সড়ক থেকে মহাসড়কে উঠছিল। এসময় চট্টগ্রামমুখী দ্রুতগতির মোটরসাইকেলটি ড্রামট্রাকে ধাক্কা লেগে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতে দুই আরোহী মাটিতে ছিটকে পড়লে পেছন থেকে আসা একটি লরি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একেএম শরফুদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে সুরতহাল করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
মোটরসাইকেল আরোহীদের সাথে থাকা মোবাইল ফোন ও কাগজপত্র দেখে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। ধারণা করা হচ্ছে তারা টেকনাফ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো।