ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর শুভ উদ্বোধন
মো. মিজানুর রহমান
Published : Saturday, 20 February, 2021 at 5:51 PM
কুমিল্লায় মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর শুভ উদ্বোধনকুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টায় নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘মুজিব বর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। প্রতিযোগিতা পুরো অনুষ্ঠান ড্রোন ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয় এবং সামাজিক যোগযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। অংশ গ্রহণকারীদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সার্বক্ষণিক বিশেষ মেডিক্যাল টিম, ৩টি অ্যাম্ব্যুলেন্স, ভ্রাম্যমাণ মিউজিক শো, ৩টি স্পটে সুপেয় পানির ও চকলেটের ব্যবস্থা রাখা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা সেনানিবাস ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়ন ক্যাপ্টেন আরাফাত রুকনী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবদুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম প্রমুখ।
উক্ত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, গণমাধ্যম কর্মীগণ, ছাত্র এবং যুবকেরা অংশ গ্রহণ করেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ম্যারাথনে অংশ গ্রহণকারী শতাধিক প্রতিযোগি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ৫ কিলোমিটার দূরে স্থানীয় চাঁদপুর জনতা হাইস্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে দৌঁড় প্রতিযোগিতা শেষ হয়। প্রতিযোগিতায় ছাত্র ক্যাটাগরিতে বামিশা হাজী আকমত আলী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান, কুমিল্লা গর্ভঃমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র অনিক ত্রিপুরা ২য় স্থান ও বরুড়া উপজেলার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সমির ত্রিপুরা ৩য় স্থান অধিকার করেছেন। মিডিয়া ক্যাটাগরিতে দৈনিক ইত্তেফাকের এর কুমিল্লা সদর দক্ষিণ সংবাদদাতা ও কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার এবং কুমিল্লা সদর দক্ষিণ প্রেসক্লাবের উপদেস্টা মো. মিজানুর রহমান, সভাপতি হাজী দেলোয়ার হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক শাহ্ ফয়সাল কারীমসহ ৬ জনকে ম্যাডেল প্রদান করা হয়। চাঁদপুর জনতা হাই স্কুল এন্ড কলেজ মাঠে বেলা ১১টায় বিভিন্ন ক্যাটাগরিতে ঢাকা ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ম্যাডেল বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান (মহিলা) সালমা আক্তার বিউটি, বিজয়পুর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, চৌয়ারা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সোহাগ, গলিয়ারা উত্তর ইউপি চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ, গলিয়ারা দক্ষিণ ইউপি চেয়ারম্যান জামাল প্রধান, জোড়কানন পশ্চিম ইউপি চেয়ারম্যান মো. হাসমত উল্লাহ হাসুসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিযোগিরা ছাড়াও বিপুল সংখ্যক জনতা এতে অংশ গ্রহণ করেছেন।