চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ৪ জেলে আটক
মানিক দাস
Published : Saturday, 20 February, 2021 at 6:12 PM
চাঁদপুর নৌ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ জেলে নিষিদ্ধ কারেন্ট জাল ও জাটকা জদ্ব করা হয়েছে।আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই জহিরুল হকের নেতৃত্বে এস আই বজলুর রহমান সঙ্গিয় পুলিশ সদস্যদের নিয়ে শুক্রবার রাত সোয়া ৯ টা থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত চাঁদপুর মেঘনা মোহনার মিমি কক্সবাজার নামক স্হানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মুন্সিগঞ্জ জেলার ৪ জন জেলে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা আহরন করছিল। তখন মুন্সিগঞ্জ জেলার চরঝাপটা গ্রামের আফজাল হোসেন বেপারী (৩৫), মোঃ নাসির (২৫), মোঃ হৃদয় (২৩) ও মোঃ জসীম মিজি (২৫) কে আটক করা হয়। সে সময় প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল, ৪৯ কেজি জাটকা ও ১ টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।জব্দকৃত জাটকা মাছ গুলো সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদের উপস্হিতিতে এতিম খানা ও অসহায়দের মাঝে বিতরন করা হয়েছে।